ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন নবী
৮ নভেম্বর ২০২৪
আফগানিস্তান ক্রিকেটের প্রথম সুপারস্টার তিনি। ক্রিকেট বিশ্বে দেশটির উত্থানের শুরুটাও তার হাত ধরেই। এবার ওয়ানডে ক্রিকেটে আফগানদের হয়ে পথচলা থামানোর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির শেষে একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন এই তারকা অলরাউন্ডার।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে অবসর নেওয়ার বিষয়টি জানান নবী। পরে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নাসিব খান। তবে এখনও দেশের হয়ে টি-টুয়েন্টি চালিয়ে যাবেন ৪০ বছর বয়সী নবী।
২০০৯ সালে আফগানিস্তানের প্রথম ওয়ানডেতে দেশটির প্রতিনিধিত্ব করেন এই অলরাউন্ডার। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৫৮ রানের ম্যাচসেরা ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন।
১৫ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৬৫টি ওয়ানডে খেলেছেন নবী। ব্যাট হাতে ৩ হাজার ৫৪৯ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭১ উইকেট। এই ফরম্যাটে আফগানিস্তানের শীর্ষ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেট শিকারি – এই দুই তালিকাতেই দ্বিতীয় স্থানে আছেন দেশটির সাবেক অধিনায়ক।
গত বুধবার শারজায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের জয়ে বড় অবদান রাখেন নবী। ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার পথে খেলেন ৭৯ বলে ৮৪ রানের ইনিংস। এরপর নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধসের শুরুটা হয় এখান থেকেই। এরপর ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় তারা।
ওয়ানডে থেকে নবীর অবসরের খবর নিশ্চিত করে ক্রিকবাজকে নাসিব বলেন, “হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
শনিবার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।
মন্তব্য করুন: