মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন জোসেফ
৮ নভেম্বর ২০২৪
অধিনায়কের সঙ্গে রাগারাগি করে মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। পরে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। তবে শাস্তি তাকে পেতেই হচ্ছে। অগ্রহণযোগ্য আচরণের দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জোসেফের শাস্তির বিষয়টি জানায় সিডাব্লিউআই। বোর্ডের এক পরিচালক বলেন, “আলজারির এই আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে যায় না। এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাটি যে ভীষণ গুরুতর, সেটিকে পুরোপুরি অনুধাবন করেই আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি।”
গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চতুর্থ ওভারের আগে সম্ভবত ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কে জড়ান জোসেফ। এরপর সেই ওভার শেষে সোজা মাঠের বাইরে চলে যান তিনি। এ কারণে পঞ্চম ওভারের শুরুর দিকে ক্যারিবিয়ানদের ১০ জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছিল। পরে ষষ্ঠ ওভারের শুরুতে মাঠে ফেরেন জোসেফ।
এই ঘটনায় ম্যাচ শেষে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার জানান, তিনি অধিনায়ক হোপ, সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। তার আচরণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের হতাশ করায় তিনি গভীরভাবে অনুতপ্ত।
জোসেফের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে কড়া সমালোচনাও করেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি।
ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন জোসেফ।
মন্তব্য করুন: