ব্যাটিং ধসের জন্য উইকেটকে দায়ী করলেন মিরাজ

৮ নভেম্বর ২০২৪

ব্যাটিং ধসের জন্য উইকেটকে দায়ী করলেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একটা সময় পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। কিন্তু আচমকাই সবকিছু যেন পাল্টে দেন গাজানফর ও রশিদ খান। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে শুরুর আগের দিন প্রথম ম্যাচ হারের কারণ হিসেবে উইকেটের আচরণ বদলে যাওয়ার কথা বলছেন মেহেদী হাসান মিরাজ।

গত বুধবার শারজায় প্রথম ওয়ানডেতে ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ৯২ রানে হারে বাংলাদেশ। ২ উইকেটে ১২০ রান থেকে ১৪৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

সিরিজে ফেরার লক্ষ্যে একই মাঠে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগের দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সহ-অধিনায়ক মিরাজ সেই ম্যাচে দলের অবিশ্বাস্য ধসের পেছনে বাংলাদেশ ইনিংসের ২০ ওভারের পর উইকেটের আচরণ বদলে যাওয়ার কথা জানান। সে সময় শান্তর সঙ্গে জুটি বেধে দলকে চালকের আসনে রেখেছিলেন তিনি।

আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম হয়েছে, পুরোনো হয়েছে, তখন হঠাৎ করেই বাঁকটা বেশি নেওয়া শুরু হয়। আমি আর শান্ত মাঝে ভুগেছি। হ্যাঁ, দুজন যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল।

আমি শান্তকে বারবার বলছিলাম, আমাদের দুজনের যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে। হঠাৎ করেই উইকেট এমন টার্নিং হচ্ছিল, স্লো টার্নিং হচ্ছিল, সোজা আসছিল। আগে থেকে ধারণা করা যায়নি কোন বল সোজা আসবে, কোন বল বাঁক নেবে।

ম্যাচে দলীয় ১২০ রানে ৪৭ রান করা অধিনায়ক শান্তর উইকেট পতনের পর ব্যাটিং ধসের শুরুটা হয়েছিল। এরপর দলীয় ১৩২ রানে সাজঘরে ফেরেন ২৮ রান করা মিরাজ। এর ২৪ বল পর অলআউট হয়ে যায় বাংলাদেশ।

মন্তব্য করুন: