চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

৯ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে আট বছর পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে খেলতে প্রতিবেশী দেশে ভারত যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো শনিবার এক প্রতিবেদনে জানায়, ভারত সরকার পাকিস্তানে দল না পাঠানোর পরামর্শ দেওয়ার পর চলতি সপ্তাহের শুরুতে আইসিসিকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিসিসিআই। ফলে ধারণা করা হচ্ছে, গত বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে।

২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

আট বছর পর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আটটি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে দেশটির তিনটি স্টেডিয়ামে খেলবে। এর মধ্যে ভারতের ম্যাচগুলো কেবল লাহোরে রাখার কথা বেশ আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর এশিয়া কাপের এককভাবে আয়োজক ছিল পাকিস্তান। সেবারও ভারত সরকার অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দিকে আগায় পিসিবি। ফলে ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলে।

তবে শুক্রবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়টি উড়িয়ে দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু ক্রিকইনফোর মতে, হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাবনার কথা মাথায় রেখে কয়েক মাস আগেই বেশ কয়েকটি পরিকল্পনা করে রাখা হয়েছে। দ্বিতীয় ভেন্যু হিসেবে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে শ্রীলঙ্কার নামও।

রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ২০০৮ সালের এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত। এরপর থেকে কেবল বহুজাতিক টুর্নামেন্টগুলোতেই মুখোমুখি হয়ে আসছে তারা। অবশ্য গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। ২০১২-১৩ মৌসুমে ভারতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুদল।

মন্তব্য করুন: