২২ বছর পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান
১০ নভেম্বর ২০২৪
অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের পেসারদের সামনে কোনো সুবিধাই করতে পারেনি স্বাগতিকদের অনভিজ্ঞ ব্যাটিং-অর্ডার। প্রতিপক্ষকে দেড়শর আগেই গুটিয়ে দিয়ে অনায়াসেই ৮ উইকেটের জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর এতেই ২০০২ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।
রোববার পার্থে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের পেস তোপে ১৪০ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৮৪ রানের উদ্বোধনী জুটির পর বাবর আজম ও রিজওয়ানের ব্যাটে ম্যাচ নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা। ১০ উইকেটে নিয়ে সিরিজ সেরা হারিস।
এর আগে ২০০২ সালের জুনে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের সঙ্গে শোয়েব আখতারের পেস তোপে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকা নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে ছাড়াই এদিন মাঠে নামে অস্ট্রেলিয়া।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া রিজওয়ান অস্ট্রেলিয়ার পুরো ইনিংসে চার পেসার ছাড়া কোনো স্পিনারকে আক্রমণে আনেননি। জেইক ফ্রেজার-ম্যাগার্ককে ফিরিয়ে চতুর্থ ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন নাসিম। অ্যারন হার্ডিকে তুলে নিয়ে দ্বিতীয় আঘাত হানেন শাহিন।
এরপর ওপেনার ম্যাথিউ শর্ট ও এই ম্যাচের অধিনায়ক জশ ইংলিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশি বড় হতে দেননি নাসিম। ইংলিসকে ফিরিয়ে ২০ রানের এই জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় একশ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে লোয়ার-অর্ডারদের নিয়ে শন অ্যাবটের লড়াইয়ে তা আর হয়নি। ইনিংস সর্বোচ্চ ৩০ রান আসে অ্যাবটের ব্যাট থেকে। পাঁচ নম্বরে নামা কুপার কনোলি ৭ রান করে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর আর ব্যাটিংয়ে না নামায় ৩১ ওভার ৫ বল শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ৩টি করে উইকেট নেন শাহিন ও নাসিম। ২টি উইকেট নেন হারিস। বাকি একটি নেন মোহাম্মদ হাসনাইন।
লক্ষ্য তাড়ায় এদিনও পাকিস্তানকে ভালো শুরু এনে দেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ১০ উইকেটে জয়ের পথে ছিল সফরকারীরা। কিন্তু ১৮তম ওভারে জোড়া আঘাত হেনে তা আর হতে দেননি ল্যান্স মরিস। প্রথম বলে ফিরতি ক্যাচে শফিককে (৩৭) তুলে নেওয়ার পর শেষ বলে বোল্ড করেন সাইমকে (৪২)। এরপর তৃতীয় উইকেটে বাবর-রিজওয়ানের ৫৮ রানের জুটিতে ১৩৯ হাতে রেখে জয় পায় পাকিস্তান।
আগামী বৃহস্পতিবার ব্রিজবেনে শুরু হবে দু’দলের তিন ম্যাচের টু-টুয়েন্টি সিরিজ।
মন্তব্য করুন: