পাকিস্তান ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখতে বললেন পিটারসেন
১০ নভেম্বর ২০২৪
খারাপ সময়কে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানোর পর এবার ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে দেশটি। এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর দলকে সামনে এগিয়ে নিতে দেশটির ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেন।
রোববার পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান। এর আগে ২০০২ সালে দেশটির মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল তারা।
অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারায় পাকিস্তান। অবশ্য সিরিজের প্রথম ম্যাচে ৫৫৬ রান করার পরেও ইংলিশদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। সে সময় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তারও আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল তারা।
সব মিলিয়ে মাঠের ক্রিকেটে নাজেহাল অবস্থায় ছিল দেশটি। এরপর দ্বিতীয় দফায় পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের কয়েকদিন আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কারস্টেনও।
নতুন অধিনায়ক রিজওয়ানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত প্যাট কামিন্সের দৃঢ়তায় হার মানতে হয় তাদের। তবে পরের ম্যাচে হারিস রউফের আগুন ঝরানো বোলিংয়ে স্বাগতিকদের ১৬৩ রানে অলআউট করে রিজওয়ানের দল ম্যাচ জেতে ৯ উইকেটে। আর তৃতীয় ম্যাচে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস তারা থামায় মাত্র ১৪০ রানে।
ম্যাচ শেষে পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন পিটারসেন। সেখানেই দেশটির ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার কথা বলেন ইংল্যান্ডের হয়ে প্রায় ১৫ হাজার রান করা এই ব্যাটার।
“পাকিস্তান অস্ট্রেলিয়ায় জিতেছে। এ কারণেই তাদের সমস্ত নেতিবাচক হাউকাউ বন্ধ করতে হবে এবং প্রতিভাবানদের (খেলোয়াড়দের) তাদের কৌশল দেখানোর সুযোগ করে দিতে হবে। রাজনীতি পাশে সরিয়ে রাখুন এবং ক্রিকেটকে কথা বলতে দিন।”
মন্তব্য করুন: