ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই মুশফিক

১০ নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই মুশফিক

আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার সেই চোটে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

ক্যারিবিয়ানদের মাটিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য রোববার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর থেকে সাদা পোশাকের দলের বাইরে ছিলেন এই বাঁহাতি পেসার।

গত ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। এরপর স্ক্যান করা হলে আঙুলে চিড় ধরা পড়লে তাকে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়।

গত মাসে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ-স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। ক্যারিবিয়ান সফরের দলে ফিরেছেন সেই ম্যাচের দলে না থাকা দুই উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজের সফরে বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

মন্তব্য করুন: