শেষ ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই শান্ত

১১ নভেম্বর ২০২৪

শেষ ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই শান্ত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ওই চোটে সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অধিনায়কের চোটে বাদ পড়ার বিষয়টি জানায় ক্রিকেট বোর্ড (বিসিবি) ফলে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।

গত শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান ইনিংসের ২৩তম ওভারে ডাইভ দিয়ে বল ধরতে গিয়ে চোট পান শান্ত। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেই ওভারে ফিল্ডিং করলেও এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তার ৭৬ রানের ইনিংসের ওপর ভর করে ৬৮ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। ম্যাচসেরাও হয়েছিলেন শান্ত।

বিজ্ঞপ্তিতে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, গতকাল শারজায় শান্তর এমআরআই করানো হয়। স্ক্যান রিপোর্টে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বাঁ কুঁচকিতে গ্রেড - পর্যায়ের চোট ধরা পড়ে। এই চোট থেকে সেরে উঠতে বিশ্রাম পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। দুই সপ্তাহ পর তার চোটের অগ্রগতি সম্পর্কে জানা যাবে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়া আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এবার তালিকায় যোগ হলো নিয়মিত অধিনায়ক শান্তর নাম।

মন্তব্য করুন: