২ পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৪

২ পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোটের কারণে তৃতীয় শেষ ওয়ানডে থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে নিজের শততম ওয়ানডেতে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আর সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।

সোমবার শারজায় তৃতীয় ওয়ানডেতে শান্তর বদলি হিসেবে এসেছেন জায়গায় খেলবেন জাকির হাসান। এছাড়াও একাদশে আরেকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলা নাহিদ রানার। তাসকিন আহমেদের বদলে তিনি একাদশে এসেছেন।

পেস আক্রমণে অভিষিক্ত নাহিদের সঙ্গী হিসেবে আছেন দুই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান। অন্যদিকে স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গী নাসুম আহমেদ।

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান নাহিদ রানা

মন্তব্য করুন: