পন্টিংকে ভারতের ক্রিকেটে নাক গলাতে গম্ভীরের মানা

১১ নভেম্বর ২০২৪

পন্টিংকে ভারতের ক্রিকেটে নাক গলাতে গম্ভীরের মানা

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে একদমই ছন্দে নেই বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটারের ছন্দহীনতায় সম্প্রতি তার সমালোচনা করেছিলেন রিকি পন্টিং। এরই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই অধিনায়ককে একহাত নিয়েছেন গৌতম গম্ভীর। পন্টিংকে ভারতীয় ক্রিকেটে নাক না গলিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন ভারত কোচ।

আইসিসির রিভিউ অনুষ্ঠানে কয়েকদিন আগে কোহলির রানখরা নিয়ে কড়া সমালোচনা করেন পন্টিং। সেখানে টেস্ট ক্রিকেটে কোহলির শতক হাঁকানো নিয়ে সাবেক এই অজি ব্যাটার বলেন, “সেদিন বিরাটের একটি পরিসংখ্যান দেখলাম যে, গত পাঁচ বছরে সে স্রেফ দুটি (আসলে তিনটি) টেস্ট সেঞ্চুরি করেছে। এটিকে আমার ঠিক মনে হয়নি। তবে এটা যদি ঠিক হয়, তাহলে ব্যাপারটি নিয়ে দুর্ভাবনার কারণ আছে। অন্য কোনো টপ-অর্ডার ব্যাটার যদি পাঁচ বছরে দুটি শতরান করত, তাহলে তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতেই দেখা যেত না।

কোহলি ছাড়াও সাদা পোশাকের ক্রিকেটে রানখরায় ভুগছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। সোমবার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে গম্ভীরের কাছে দলের এই দুই সিনিয়র ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই পন্টিংয়ের সমালোচনা করে রোহিত কোহলির দলের জন্য ভালো করার ইচ্ছার কথা তুলে ধরেন তিনি।

পন্টিংয়ের ভারতীয় ক্রিকেট নিয়ে কিছু বলার কি আছে? আমি মনে করি, তার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবা উচিত এবং আরও গুরুত্বপূর্ণভাবে, বিরাট এবং রোহিতকে নিয়ে আমার চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি তারা অত্যন্ত দৃঢ় মনোবলের মানুষ। তারা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতেও অনেক কিছু অর্জন করবে।

আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা এখনও কঠোর পরিশ্রম করছে। তাদের এখনও প্রবল ইচ্ছা আছে এবং তারা আরও অনেক কিছু অর্জন করতে চায়। এই ড্রেসিং রুমের ক্ষুধা (জয়ের) আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গোটা দলের জন্যও। আমি অনুভব করি, এই ড্রেসিং রুমে প্রচুর ক্ষুধা রয়েছে, বিশেষত গত সিরিজে যা ঘটেছে।"

ঘরের মাঠে গত মাসে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় ভারত। পুরো সিরিজেই কথা বলেনি রোহিত-কোহলির ব্যাট। দুজনের কেউই একশ রানও করতে পারেনি।

ঘরের মাঠে চলতি মৌসুমের টেস্টের ১০ ইনিংসে (বাংলাদেশের বিপক্ষে ২টি, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩টি) ১৩ দশমিক ৩০ গড়ে রোহিত রান করেছেন ১৩৩, সর্বোচ্চ ৫২। সমান ইনিংসে ২১ দশমিক ৩৩ গড়ে কোহলির সংগ্রহ ১৯২, সর্বোচ্চ ৭০।

মন্তব্য করুন: