রিয়াদের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের ২৪৪
১১ নভেম্বর ২০২৪
সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শতরানের জুটিতে সেই চাপ সামাল দেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ পেয়েছে সফরকারীরা।
সোমবার শারজায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে আসতে হয় মাহমুদউল্লাহকে। তিন অংক স্পর্শ করার জন্য ইনিংসের শেষ বলে তার দরকার ছিল ৩ রান। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের করা শেষ ডেলিভারিতে বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। দুই রান নিতে গিয়ে অভিজ্ঞ এই ব্যাটার রানআউট হলে তার ইনিংস থামে ৯৮ রানে।
পঞ্চম উইকেট ১৪৫ রানের জুটিতে মিরাজ ও মাহমুদউল্লাহ খেলেন ভিন্ন ধরণের দুটি ইনিংস। আক্রমণাত্মক ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন মাহমুদউল্লাহ। অপর প্রান্তে উইকেট ধরে রেখে তাকে সঙ্গ দেন মিরাজ। ১১৯ বলে ৬৬ রান করে ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে।
ম্যাচ শুরুর আগেই দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে নাজমুল হোসেন শান্তর চোট। নিয়মিত অধিনায়কের জায়গায় এদিন বাংলাদেশকে নেতৃত্ব দেন মিরাজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে সিরিজে প্রথমবার উদ্বোধনী জুটিতে পঞ্চাশ রান যোগ করেন এই দুই ব্যাটার।
তবে এদিনও ভালো শুরুকে বড় করতে পারেননি সৌম্য। ২৪ রান করে বাঁহাতি এই ব্যাটার বোল্ড হলে ভাঙে ৫৩ রানের উদ্বোধনী জুটি। ০ ও ৭ রানে জীবন পেলেও নিজের ইনিংস বড় করতে পারেননি তানজিদ। সঙ্গী ফেরার পরের ওভারেই বাঁহাতি এই ওপেনার আউট হন ১৯ রানে।
পরের ওভারে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন শান্তর বদলে দলে আসা জাকির হাসান (৪)। তাওহিদ হৃদয়কে নিয়ে ৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মিরাজ। কিন্তু পুরো সিরিজে ব্যর্থ হৃদয় ৭ রান করে সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে টাইগাররা।
৭২ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। শুরুতে দেখেশুনে খেললেও পরে রানের গতি বাড়াতে থাকেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ৬৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। অপর প্রান্তে ধীরগতিতে রান তুলতে থাকা মিরাজ পঞ্চাশের দেখা পান ১০৬ বলে।
শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামা মিরাজ আউট হলেও মাহমুদউল্লাহর কল্যাণে পিচের বিবেচনায় ভালো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
মন্তব্য করুন: