নাহিদের গতিতে মুগ্ধ হয়ে বিসিবিকে বিশপের পরামর্শ
১১ নভেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলে আগে থেকেই আলোচনায় ছিলেন নাহিদ রানা। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে রঙিন পোশাকেও অভিষেক হয়েছে তরুণ এই ফাস্ট বোলারের। ডানহাতি এই পেসারের গতিতে মুগ্ধ হয়ে তার পরিচর্যার জন্য বিসিবিকে পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
সোমবার শারজায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের জায়গায় একাদশে আসেন নাহিদ। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য ব্যাট করতে নামা আফগান ইনিংসের শুরুতেই গতির ঝড় তোলেন ২২ বছর বয়সী এই পেসার। ফলও পান দ্রুতই।
ইনিংসের অষ্টম ওভারে সেদিকউল্লাহ আটালকে তুলে নিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ। ১৪৭ কিলোমিটার গতির ইনসুইংয়ে বোল্ড করেন ১৪ রান করা আফগান ওপেনারকে।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নাহিদকে নিয়ে পোস্ট করেন বিশপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার নাহিদসহ দেশের পেসারদের পরিচর্যার জন্য বিসিবিকে আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের দ্রুত পদক্ষেপ নিয়ে সর্বোচ্চ মানের স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদ নিয়োগ করা এবং তাদেরকে নাহিদ রানা ও ফাস্ট বোলিং গ্রুপের সঙ্গে যুক্ত করা উচিত। নাহিদের গতি সত্যিই অত্যন্ত প্রশংসনীয়।
Bangladesh should be proactive and hire the best Strength and conditioning expert and dietician they can afford and attach them to Nahid Rana in particular, and their fast bowling group. Very impressive pace.
— Ian Raphael Bishop (@irbishi) November 11, 2024
৫ টেস্ট খেলা নাহিদ এখন পর্যন্ত ১৪ উইকেট শিকার করেছেন।
মন্তব্য করুন: