এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান রিজওয়ান

১৩ নভেম্বর ২০২৪

এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে দেশটিতে এটি তাদের দ্বিতীয় সিরিজ জয়ও। তবে এখানেই থামতে চাইছেন না দলটির সাদা বলের নতুন অধিনায়ক। এবার রিজওয়ানের চোখ টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার দিকে।

অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের নতুন ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করে পিসিবি। তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান।

ওয়ানডে সিরিজে পুরো দল যেভাবে এক হয়ে খেলেছে, সেই একতা ধরে রাখতে পারলে অজিদের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা সম্ভব বলে মনে করেন রিজওয়ান। ওয়ানডে সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে এমনটাই জানান এই উইকেটকিপার-ব্যাটার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবির প্রকাশিত সেই ভিডিওতে পাকিস্তান অধিনায়ক বলেন,কেউ ভাবেনি আমরা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারি। কিন্তু আমরা দল হিসেবে খেলেছি। আমরা যদি এমন একতা মনোযোগ ধরে রাখতে পারি, আমরা তাদের টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করতে পারব।

এসময় দলকে আগামী বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি জয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানান রিজওয়ান। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

সিরিজটি জেতা গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের চোখ চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ এমনকি অলিম্পিক পদকের মতো আরও বড় লক্ষ্যে রাখা উচিত। প্রত্যেক খেলোয়াড় পাকিস্তানের দূত। পাকিস্তানকে গর্ব পেশাদারত্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা জরুরি। আমরা কী অর্জন করতে পারি, সেটার সাক্ষী এই সিরিজ জয়। যেখানেই যাই, ইতিহাস গড়তে চাই।

বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে দু’দলের টি-টুয়েন্টি সিরিজ। আগামী শনিবার সিডনিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ১৮ নভেম্বর হোবার্টে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

মন্তব্য করুন: