ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত

১৩ নভেম্বর ২০২৪

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন এই বাঁহাতি ব্যাটার।

বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদের তালিকায় শান্ত ছাড়াও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের দুটি ইনিংস খেলেন শান্ত। পরে কুঁচকির চোটের কারণে বাঁহাতি এই ব্যাটার ছিটকে যান তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে। তবে এই দুই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ উপরে উঠেছেন তিনি।

৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে তালিকার ২৩ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক। এটিই শান্তর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। এছাড়াও বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।

প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। আর প্রথম ম্যাচের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে অবস্থান করছেন। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম।

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়া মিরাজ ৪ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় ৪ নম্বরে অবস্থান করছেন। তিন ম্যাচের সিরিজে ১১৬ রানের পাশাপাশি ৩ উইকেট নেন এই ডানহাতি অলরাউন্ডার। এই তালিকায় সবার ওপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বোলারদের তালিকাতেও উন্নতি হয়েছে মিরাজের। সিরিজে আঁটসাঁট বোলিং করে তালিকায় ৯ ধাপ এগিয়েছেন এই অফস্পিনার। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডির সঙ্গে যৌথভাবে তিনি আছেন ২৩ নম্বরে। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করা মুস্তাফিজ ৬ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৩৬ নম্বরে। তার সঙ্গী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে আগুন ঝরানো বোলিংয়ে এক বছর পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ২২ বছর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানেডে সিরিজ জয়ে তিন ম্যাচে ৮ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

মন্তব্য করুন: