পাকিস্তানকে গুঁড়িয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া

১৪ নভেম্বর ২০২৪

পাকিস্তানকে গুঁড়িয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া

বৃষ্টির কারণে খেলা নামিয়ে আনা হয়েছিল ৭ ওভারে। আগে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের কল্যাণে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায় শুরুতেই। ২৯ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার ব্রিসবেনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়েঙর প্রায় তিন ঘণ্টা পর মাঠে গড়ায় সিরিজের প্রথম টি-টুয়েন্টি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাক্সওয়েল ও স্টয়নিসের বিধ্বংসী দুই ইনিংসে ৪ উইকেটে ৯৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ৬৪ রানে।

লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম দুই বলে সাহিবজাদা ফারহান দুটি চার মারার পর চতুর্থ বলে সাজঘরে ফেরেন। পরের ওভারে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে কোনো রান না করেই ফেরেন রিজওয়ান। বাবর আজম ফেরেন ৩ রান করে।

৩ ওভার ২ বলে ২৪ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে এরপর হাসিবউল্লাহ খান ও আব্বাস আফ্রিদির ব্যাটে সেই শঙ্কা কাটায় তারা। শেষ ওভারের শেষ দুই বলে অ্যাডাম জ্যাম্পা শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বোল্ড করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে জেইক ফ্রেজার-ম্যাগার্কের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপরই পাকিস্তান বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন ম্যাক্সওয়েল। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যর্থ এই ব্যাটার খেলেন ৪৩ রানের বিধ্বংসী ইনিংস। ১৯ বলের ম্যাচসেরা ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে ৭ বলে ২১ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন স্টয়নিস।

আগামী শনিবার সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল।  

মন্তব্য করুন: