দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ভারতের যত রেকর্ড

১৬ নভেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ভারতের যত রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টি-টুয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আর প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালানোর মূল নায়ক সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। এই দুই ব্যাটারের খুনে ব্যাটিংয়ে টি-টুয়েন্টির রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার জোহানেসবার্গে আগে ব্যাট করে স্যামসন ও তিলকের জোড়া শতকে ১ উইকেটে ২৮৩ রানের সংগ্রহ পায় ভারত, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গত মাসে বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে ৬ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ গড়েছিল ভারত, যা সর্বোচ্চ।

আইসিসির পূর্ণ সদস্য দুটি দলের মধ্যে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ম্যাচেও এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ছেলেদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ। এই তালিকায় সবার ওপরে আছে জিম্বাবুয়ে। গত মাসে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল তারা।

ওপেনিংয়ে নামা স্যামসন ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে অপরাজিত ছিলেন ১০৯ রানে। অপর প্রান্তে তিন নম্বরে নামা তিলক ছিলেন আরও বিধ্বংসী। ৪৭ বলে ১০ ছক্কায় ও ৯ চারে বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ১২০ রানে। এরই সঙ্গে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো টি-টুয়েন্টির এক ইনিংসে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন এই দুই ব্যাটার। আর আন্তর্জাতিক টি-টুয়েন্টি সব মিলিয়ে এই ঘটনা ঘটল তৃতীয়বার।

সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতেও খুনে ব্যাটিংয়ে শতকের দেখা পেয়েছিলেন তিলক। চতুর্থ ম্যাচেও তিন অঙ্ক স্পর্শ করে স্যামসনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই ফরম্যাটে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়লেন ২২ বছর বয়সী এই ব্যাটার। এর আগে এই কীর্তি গড়েন ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান (২০২২), দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো (২০২২) ও ইংল্যান্ডের ফিল সল্ট (২০২৩)।

এদিন ভারতের হয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে দুইশ রানের জুটি গড়েন স্যামসন ও তিলক। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার গড়েন ২১০ রানের অবিচ্ছিন্ন জুটি। এর আগে দলটির সর্বোচ্চ জুটি ছিল ১৯০ রানের। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে রোহিত শর্মা ও রিংকু সিং এই জুটিটি গড়েন।

প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয়বারের মতো ২৫০ রানের বেশি দলীয় সংগ্রহ গড়ার রেকর্ড গড়েছে ভারত। দু’বার করে এই কীর্তি আছে চেক প্রজাতন্ত্র, জাপান ও জিম্বাবুয়ের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ টি-টুয়েন্টি সংগ্রহের রেকর্ডও গড়েছে ভারত। আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ২৭১ রান। ২০২২ সালে দেশটির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে এই কীর্তি গড়েছিল টাইটান্স।

লক্ষ্য তাড়ায় ভারতীয় পেসারদের তোপে ১৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ম্যাচ হারে ১৩৫ রানের বড় ব্যবধানে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। গত বছর ডারবানে অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে হেরেছিল তারা।

মন্তব্য করুন: