অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারত শিবিরে চোটের হানা
১৬ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট হানা দিয়েছে ভারতীয় শিবিরে। লোকেশ রাহুলের পর এবার চোটে পড়েছেন আরেক ব্যাটার শুবমান গিলও। ফলে আগামী শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের ব্যাটিং-অর্ডার সাজানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে ভারত।
শনিবার পার্থের ওয়াকায় নিজেদের মধ্যে তিন দিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে আঘাত পান গিল। এরপর তিনি আর মাঠে ফেরেননি। তবে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এর আগে শুক্রবার ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় কনুইয়ে আঘাত পান রাহুল। মাঠে প্রাথমিক নিলেও এরপর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। শনিবারও ফিল্ডিংয়ের জন্য ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে দেখা যায়নি।
শুক্রবার দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ায় স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত শর্মা। প্রথম টেস্টে ভারতের নিয়মিত অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে এই ম্যাচে ওপেনিংয়ে যশস্বী জয়সোয়ালের সঙ্গী হিসেবে রাহুল কিংবা গিলের কথা ভাবা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে নিয়মিত তিন নম্বরে গিল ব্যাটিং করায় ওপেনিংয়ের দৌড়ে এগিয়ে ছিলেন রাহুল।
শেষ পর্যন্ত ম্যাচের আগে গিল ও রাহুল চোট থেকে সেরে না উঠলে এবং রোহিত পার্থে দলের সঙ্গে যোগ না দিলে অভিষেক হতে পারে অভিমন্যু ইশ্বরনের।
আগামী শুক্রবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে দু’দলের বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
মন্তব্য করুন: