আইপিএল নিয়ে বেশি আশা করছেন না রিশাদ
১৭ নভেম্বর ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন রিশাদ হোসেন। তারই ধারাবাহিকতায় দল পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। এবার জায়গা পেয়েছেন ২০২৫ আইপিএলের মেগা নিলামেও। তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার ইচ্ছা থাকলেও দল পাওয়া নিয়ে বেশি আশা করছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের এই লেগ-স্পিনার।
এবারের আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদসহ জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নেওয়া রিশাদের দিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর রাখার সম্ভাবনাও আছে। তবে এসব বিষয় নিয়ে ভাবছেন না এই তরুণ। সুযোগ পেলে ভালো করার আত্মবিশ্বাস আছে বলে জানান তিনি।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইপিএলে খেলার বিষয়ে জানতে চাওয়া হলে রিশাদ বলেন, “ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না। আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।”
পছন্দের দলের বিষয়ে জানতে চাওয়া হলে কলকাতা নাইট রাইডার্সের কথা উল্লেখ করে ২২ বছর বয়সী এই স্পিনার বলেন, “এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেবারিট কলকাতা। সাকিব ভাই সে দলে অনেক দিন খেলেছেন, তাই।”
আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এবারের ছেলেদের বিগ ব্যাশের আসর। টুর্নামেন্টের জন্য ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছিল রিকি পন্টিংয়ের হোবার্ট হ্যারিকেইনস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ এবং পরবর্তী সময়ে বিপিএলের ব্যস্ততায় অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা কম। এ বিষয়ে জানতে চাওয়া হলে রিশাদ বলেন, “এখন পর্যন্ত জানি না।”
আগামী ২২ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর।
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে বল হাতে সময়টা ভালো যাচ্ছে না রিশাদের। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। এর মধ্যে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচের পর আর খেলার সুযোগ পাননি। এ সময় নিজের বোলিংয়ে বৈচিত্র্য আনতে কাজ করেছেন বলে জানান এই লেগ-স্পিনার।
মন্তব্য করুন: