রোহিতের জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ায় যেতেন সৌরভ

১৭ নভেম্বর ২০২৪

রোহিতের জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ায় যেতেন সৌরভ

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত শর্মা। তবে এরই মধ্যে ভারতীয় অধিনায়ক দ্বিতীয় সন্তান বাবা হয়ে যাওয়ায় তাকে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দিতে পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

গত শুক্রবার রোহিত-রিতিকা দম্পতির ঘর আলো করে আসে তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পুত্র সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেন রোহিত নিজেই।

ধারণা করা হচ্ছিল, আগামী শুক্রবার পার্থে সিরিজের প্রথম টেস্ট শুরুর আশেপাশে যে কোনো সময়ে জন্ম হতে পারে রোহিতের দ্বিতীয় সন্তানের। সে কারণেই দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় যাননি। কিন্তু টেস্টের প্রায় এক সপ্তাহ আগে তার সন্তান পৃথিবীর আলো দেখলেও ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রথম টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেভস্পোর্টজকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ জানান, রোহিতের জায়গায় থাকলে দলের সঙ্গে যোগ দিতে একদমই দেরি করতেন না তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজের পাঁচ ম্যাচেই রোহিতের নেতৃত্ব দেওয়া উচিত।

আমি আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দিয়েছে। তাই আমি নিশ্চিত সে এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটাই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।

ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর তার আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে ভারতের শুরু করা উচিত।

শেষ পর্যন্ত রোহিত দলের সঙ্গে যোগ না দিলে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহর নেতৃত্বে পার্থ টেস্টে মাঠে নামবে ভারত। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে এই সিরিজ গত দুই আসরের ফাইনালিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-০ ব্যবধানে জিতলে সরাসরি লর্ডসের টিকিট পাবে রোহিত-কোহলিরা।

মন্তব্য করুন: