বুমরাহর নেতৃত্বে পার্থ টেস্ট খেলবে ভারত
১৭ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। এবার নিশ্চিত হলো ভারত অধিনায়কের না থাকার বিষয়টি। ফলে আগামী শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহ।
দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে ভারতে ছিলেন রোহিত। গত শুক্রবার পৃথিবীর আলো দেখেন রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তান। ফলে প্রথম টেস্ট খেলতে রোহিতের দলের সঙ্গে দেওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু আপাতত স্ত্রী ও নবজাতকের পাশেই থাকবেন তিনি।
রোববার এক প্রতিবেদনে প্রথম টেস্টে রোহিতের না খেলার বিষয়টি নিশ্চিত করে ইএসপিএন ক্রিকইনফো। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন ভারত অধিনায়ক।
দিবা-রাত্রির ওই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে গোলাপি বলে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে খেলার কথা বিসিসিআইকে জানিয়েছেন রোহিত।
এখন পর্যন্ত সাদা পোশাকে ভারতকে কেবল একবারই নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে রোহিতের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেন তিনি। ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল ভারত।
পার্থ টেস্টে রোহিত না থাকায় টপ-অর্ডারের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়া মাঠে নামতে হবে ভারতকে। বাঁ হাতের চোটে আগেই সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিন নম্বরে ব্যাট করা শুবমান গিল। ফলে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লোকেশ রাহুল অথবা অভিষেকের অপেক্ষায় অভিমন্যু ইশ্বরনকে।
মন্তব্য করুন: