গিলেস্পিকে প্রধান কোচ থেকে সরিয়ে দিচ্ছে পাকিস্তান

১৭ নভেম্বর ২০২৪

গিলেস্পিকে প্রধান কোচ থেকে সরিয়ে দিচ্ছে পাকিস্তান

জেসন গিলেস্পির কোচিংয়ে ঘরের মাঠে ১১ টেস্ট পর জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছিল তারা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর ওয়ানডে সিরিজও জিতেছিল দেশটি। এবার কি না সেই গিলেস্পিকেই সরিয়ে দিচ্ছে পিসিবি! নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে আকিব জাভেদকে।

গত ২৮ এপ্রিল দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব পান গিলেস্পি। এরপর গত মাসে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের কোচ গ্যারি কারস্টেন পদত্যাগ করলে অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। তবে এখন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে সব ফরম্যাট থেকেই সরিয়ে দিতে যাচ্ছে পিসিবি।

আরও পড়ুন: ৬ মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন কারস্টেন

বিষয়টি নিশ্চিত করে রোববার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সোমবার অস্ট্রেলিয়া সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচের পর গিলেস্পিকে ছাটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতোমধ্যেই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান।

প্রতিবেদনে ক্রিকইনফো আরও জানায়, টেস্ট দলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবে গিলেস্পিকেই চেয়েছিল পিসিবি। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তিন ফরম্যাটে দলের কোচ হিসেবে গিলেস্পিকে দায়িত্ব নেওয়া প্রস্তাব দেয় তারা। কিন্তু বাড়তি দুই ফরম্যাটের দায়িত্ব নিলেও তাকে আগের চুক্তি অনুযায়ীই বেতনই দেওয়া হবে বলে জানানো হয়। পিসিবির এই প্রস্তাবে রাজি না হওয়ায় গিলেস্পিকে একেবারেই সরিয়ে দেওয়া হচ্ছে।

পাকিস্তানের কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করেন গিলেস্পি। ঘরের মাঠের সিরিজে টাইগারদের কাছে হোয়াইটওয়াশড হয় তারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৫৫৬ রান করার পরেও ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। তবে পরের দুই ম্যাচে স্পিনিং উইকেট বানিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে তারা।

নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া আকিব গত মাসে পাকিস্তানের নির্বাচক কমিটিতে জায়গা পান। নতুন দায়িত্বে আপাতত আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকবেন দেশটির সাবেক এই পেসার।

মন্তব্য করুন: