গিলেস্পিই থাকছেন পাকিস্তানের টেস্ট কোচ

১৮ নভেম্বর ২০২৪

গিলেস্পিই থাকছেন পাকিস্তানের টেস্ট কোচ

জেসন গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে পাকিস্তানের তিন ফরম্যাটের কোচ করার খবর প্রকাশ করেছিল ইএসপিএন ক্রিকইনফো। তবে সেটিকে ভিত্তিহীন দাবি করে পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পির থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দেশটি।

রোববার রাতে এক প্রতিবেদনে গিলেস্পিকে কোচের দায়িত্বে না রাখার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকইনফো। সেখানে জানানো হয়, সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অবস্থান পরিষ্কার করে পিসিবি।

ক্রিকইনফোর খবরটি শেয়ার দিয়ে পিসিবি লিখেছে, “পিসিবি এই গল্পকে (প্রতিবেদনকে) দৃঢ়ভাবে মিথ্যা প্রমাণ করছে। পূর্বঘোষণা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি লাল বলের ম্যাচে জেসন গিলেস্পিই কোচের দায়িত্ব পালন করবেন।

তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের পর পাকিস্তান ক্রিকেটে গিলেস্পির ভবিষ্যত কী হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এই সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান।

গত এপ্রিলে টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পি এবং ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের কোচ হিসেবে গ্যারি কারস্টেনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল পিসিবি। কিন্তু বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শুরুর কয়েকদিন আগে দায়িত্বের ছয় মাসের মাথায় সাদা বলের দায়িত্ব ছাড়েন ওয়ানডে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন। তখন থেকে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের কোচ হিসেবে আকিবের নাম পাকিস্তানের গণমাধ্যমগুলোতে শোনা যাচ্ছিল।

কিন্তু অস্ট্রেলিয়া সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিলেস্পিকে দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজও জেতে পাকিস্তান। পিসিবির চাওয়া ছিল, আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দেশটির তিন ফরম্যাটের কোচের দায়িত্ব পালন করুক গিলেস্পি। তবে বোর্ডের প্রস্তাবে রাজি হননি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

এর আগে কারস্টেনের পাশাপাশি পিসিবির সিদ্ধান্তে নাখোশ ছিলেন গিলেস্পিও। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর নির্বাচকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কোচ হিসেবে তার ক্ষমতা কমিয়ে আনা হয়। এরপর প্রকাশ্যেই নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করে গিলেস্পি জানান, তার কাজ এখন শুধু ম্যাচের দিনের পরিকল্পনা সাজানো।

মন্তব্য করুন: