স্টয়নিস ঝড়ে হোয়াইটওয়াশড পাকিস্তান
১৮ নভেম্বর ২০২৪
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে চেয়েছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্সে একদমই খুঁজে পাওয়া গেল না সফরকারীদের। সিরিজের শেষ টি-টুয়েন্টিতেও ব্যর্থ ব্যাটাররা। আর ছোট লক্ষ্য তাড়ায় মার্কাস স্টয়নিসের তাণ্ডবে ৭ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
সোমবার হোবার্টে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে ১১৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে স্টয়নিসের ২৭ বলে ৬১ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসে ৫২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
আরও পড়ুন: এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান রিজওয়ান
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৩০ রানের ভেতর দুই ওপেনারকে হারায় তারা। এদিনও ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি জেইক ফ্রেজার-ম্যাগার্ক। আক্রমণাত্মক ডানহাতি এই ব্যাটার ফেরেন ১১ বলে ১৮ রান করে। এরপর অধিনায়ক জশ ইংলিস ও স্টয়নিস দেখে শুনেই খেলতে থাকেন।
তবে হারিস রউফের করা নবম ওভারে ম্যাচের চিত্র বদলে দেন স্টয়নিস। দুটি করে চার ও ছক্কায় তোলেন ২২ রান। শাহিন শাহ আফ্রিদির করা একাদশ ওভারে ডানহাতি এই ব্যাটার হাঁকান আরও দুটি ছক্কা ও একটি চার। শেষ বলে টিম ডেভিড আরেকটি ছক্কা হাঁকালে সেই ওভারে মোট ২৫ রান আসে। পরের ওভারে ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। পাঁচটি করে চার ও ছক্কা হাঁকান স্টয়নিস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নিয়মিত অধিনায়ক রিজওয়ানকে ছাড়াই মাঠে নামে। বাবর আজম ও হাসিবউল্লাহ খানের ব্যাটে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে তারা। তবে এরপরই খেই হারিয়ে ফেলে তারা। অ্যাডাম জ্যাম্পার ঘূর্ণি ও অ্যারন হার্ডির পেসে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
৪৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে পাকিস্তান অলআউট হয় ১৮ ওভার ১ বলে। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর। হার্ডির শিকার ৩ উইকেট। আর ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন জ্যাম্পা।
বৃষ্টির কারণে ৭ ওভারে নেমে আসা সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৪৭ রানে আটকে রেখেও জিততে পারেনি রিজওয়ানের দল। স্পেন্সার জনসনের পেস তোপে ১৩ রানে হারে তারা।
মন্তব্য করুন: