সাদা বলে পাকিস্তানের নতুন কোচ আকিব
১৮ নভেম্বর ২০২৪
পাকিস্তানের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে আকিব জাভেদকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক এই পেসার।
সোমবার এক বিবৃতিতে আকিবকে সাদা বলের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ দিয়ে নতুন দায়িত্ব নেবেন আকিব।
চ্যাম্পিয়নস ট্রফির আগেই সাদা বলের দলের জন্য স্থায়ী কোচ ঠিক করার লক্ষ্যে কাজ করা হবে জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, “আমরা সাময়িকভাবে আাকিব জাভেদকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব গ্রহণের অনুরোধ করেছি। … এটি কেবলমাত্র সাদা বলের ক্রিকেট এবং সাময়িক সময়ের জন্য। আমরা পরবর্তী ১০-১৫ দিনের মধ্যে প্রধান কোচের সন্ধান শুরু করব যাতে আমরা একজন ভালো প্রধান কোচ খুঁজে পেতে পারি।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে গত মাসে পাকিস্তানের এই দুই ফরম্যাটের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন। বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে ছয় মাসের মধ্যে দায়িত্ব ছাড়েন ওয়ানডে বিশ্বকাপজয়ী এই কোচ।
এরপর অস্ট্রেলিয়া সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিকে। তার অধীনে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। তবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা।
রোববার রাতে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, গিলেস্পিকে সরিয়ে তিন ফরম্যাটেই পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে আকিবকে। পরে সেই বিষয়কে ভিত্তিহীন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে পিসিবি।
ফলে টেস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন গিলেস্পি। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
মন্তব্য করুন: