অস্ট্রেলিয়ায় কোহলির শেষটা উপভোগ করতে বললেন ল্যাঙ্গার

১৮ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ায় কোহলির শেষটা উপভোগ করতে বললেন ল্যাঙ্গার

চলতি মাসেই ৩৬ বছর বয়সে পা দিয়েছেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন ভারতের এই তারকা ব্যাটার। বয়সের বিবেচনায় এবারের সফরটিই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে তার শেষ। তাই এই ব্যাটিং কিংবদন্তির শেষটা ঘরের সমর্থকদের উপভোগ করে নিতে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ব্যাটার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

এবারের আগে চারবার অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে গেছেন কোহলি। প্রতিবারই অস্ট্রেলিয়ার রানের ফোয়ারা ঝরেছে তার ব্যাট থেকে। দেশটির মাটিতে সবশেষ সিরিজে কেবল প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ৭৪ রান। এছাড়া আগের সব সফরেই দেখা পেয়েছিলেন সেঞ্চুরির। ২০১৪-১৫ মৌসুমে হাঁকিয়েছিলেন চারটি শতক।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় খেলা ১৩ টেস্টে ২৫ ইনিংসে ৫৪ দশমিক ০৮ গড়ে কোহলির রান হাজার ৩৫২, সেঞ্চুরি ৬টি। সফরকারী ব্যাটাদের মধ্যে ডানহাতি এই ব্যাটারের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল দুই ইংলিশ কিংবদন্তি জ্যাক হবস (৯টি) ওয়ালি হ্যামন্ডের (৭টি) আর ভারতীয়দের মধ্যে তার সমান ৬টি সেঞ্চুরি আছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

২০২৭ সাল পর্যন্ত আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এবারের সিরিজের পর অস্ট্রেলিয়ায় আর টেস্ট খেলতে যাবে না ভারত। বয়স বিবেচনায় ২০২৭ সালের পর জাতীয় দলের হয়ে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর তাই আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের ব্যাটিং দর্শকদের মন ভরে উপভোগ করার পরামর্শ দেন ল্যাঙ্গার।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলিকে সুপারস্টার আখ্যা দিয়ে বলেন, “সত্যিই এটা যদি তার (কোহলির) শেষ সময় হয় (অস্ট্রেলিয়াতে), আমার আশা থাকবে, লোকে যেন উপভোগ করে তার খেলা। কারণ সে একজন সুপারস্টার।

রোহিত শর্মা, অশ্বিন, জাদেজা, বুমরাহর ক্ষেত্রেও। অস্ট্রেলিয়ানদের জন্যও ব্যাপারটা একইরকম, তাদের বোলিং আক্রমণের অনেকেই খুব সিনিয়র কাজেই যতটা পারা যায়, উপভোগ করে নিন। এই ক্রিকেটাররা আজীবন খেলবে না।

 আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুদলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি।

মন্তব্য করুন: