দেড় বছর পর ওয়ানডে দলে জাহানারা

১৮ নভেম্বর ২০২৪

দেড় বছর পর ওয়ানডে দলে জাহানারা

বাংলাদেশের হয়ে ২০২৩ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা আলম। এবার প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি।

সোমবার রাতে আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ব্যাটার তাজ নেহার।

জাহানারা ছাড়াও ১৫ সদস্যের দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সানজিদা আক্তার। স্ট্যান্ডবাই তালিকায় আছেন পাঁচ ক্রিকেটার।

গত মার্চে সবশেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশড হয় নিগার সুলতানা জ্যোতির দল। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক। এদের মধ্যে স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় আছেন দিশা।

আগামী ২২ নভেম্বর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ দুটি ম্যাচ মাঠে গড়াবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

এরপর টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ৯ ডিসেম্বর ম্যাচ তিনটি হবে।

বাংলাদেশ মেয়েদের ওয়ানডে দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নেহার ও সানজিদা আক্তার।

স্ট্যান্ডবাই:

দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা ও ফারিহা ইসলাম।

মন্তব্য করুন: