পার্থ টেস্টের মাঝে আইপিএলের নিলামকে হাস্যকর বলছেন ভন
২০ নভেম্বর ২০২৪
পার্থে ভারতের বিপক্ষে অস্ট্রেরিয়ার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন সৌদি আরবে অনুষ্ঠিত হবে আগামী আইপিএলের মেগা নিলাম। ভারতীয় বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি মাইকেল ভনের। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, ম্যাচ চলার সময়ে নিলামের দিকে মন পড়ে থাকতে পারে দু’দেশের ক্রিকেটারদের।
আগামী শুক্রবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন অর্থাৎ, রোববার ও সোমবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ আইপিএলের নিলাম।
নিলামে অংশ নিতে টেস্টের মাঝেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেটরি এবং সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকা রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। সাবেক এই তিন তারকা ক্রিকেটারই আইপিএলে তিনটি দলের কোচের ভূমিকায় আছেন।
এবারের আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতের ৩৬৬ জন ছাড়াও বিদেশিদের মধ্যে আছেন ২০৮ জন, যার মধ্যে অস্ট্রেলিয়া থেকে আছেন ৩৭ জন।
টেস্ট দলে থাকা ভারতের লোকেশ রাহুল ছাড়াও নিলামে আছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, জশ হ্যাজেলউড, অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের মতো ক্রিকেটাররা। এদের মধ্যে গত আসরে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
ভনের মতে, অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টের আগে থাকা লম্বা বিরতির সময় নিলামটি আয়োজন করতে পারত বিসিসিআই। কোডস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের হয়ে ৮২ টেস্ট, ৮৬ ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলা এই ক্রিকেটার বলেন, “প্রথম টেস্টের মাঝখানে আইপিএল নিলাম রাখার বিষয়টিকে আমি একেবারেই সমর্থন করি না। আমার মতে, এটা হাস্যকর।”
“প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে? কেন টেস্ট ম্যাচের গুরুত্ব থেকে মনোযোগ সরিয়ে আইপিএল নিলামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমার বোধগম্য নয়।”
প্রথম টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ভারতের। তবে ৬ ডিসেম্বর অ্যাডিলেইড টেস্টের আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
মন্তব্য করুন: