ভারতের কোনো ক্রিকেটারকেই অস্ট্রেলিয়া দলে চান না কামিন্স

২০ নভেম্বর ২০২৪

ভারতের কোনো ক্রিকেটারকেই অস্ট্রেলিয়া দলে চান না কামিন্স

ভারতকে নিয়ে বরাবরই যেন নির্লিপ্ত মন্তব্য করতে পছন্দ করেন প্যাট কামিন্স। এই যেমন গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছিলেন, স্টেডিয়ামের লাখো দর্শককে চুপ করিয়ে দিতে নামবে তার দল। শিরোপা লড়াইয়ে ঠিক সেটিই করে দেখিয়েছিল তারা। এবার দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেও এই ডানহাতি পেসার এমন এক মন্তব্য করেছেন, যা সবাইকে অবাক করে দিবে।

আগামী শুক্রবার পার্থে শুরু হবে দুদলের বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস দেশটির ক্রিকেটারদের কাছে জানতে চেয়েছিল ভারতের বর্তমান দলের কোন ক্রিকেটারকে তারা নিজেদের দলে দেখতে চায়? ট্র্যাভিস হেড, মিচেল মার্শ ও ন্যাথান লায়ন আলাদা ক্রিকেটারদের নাম বললেও অজি অধিনায়ক দিয়েছেন ভিন্ন উত্তর।

কামিন্সের কাছে এই প্রশ্ন করা হলে কোনো রাখঢাক না রেখেই বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, “না, কাউকেই না।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সঙ্গী হিসেবে বিরাট কোহলিকে বেছে নেন লায়ন। এই অফস্পিনারের মতে, স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেনের মতো ব্যাটারদের সঙ্গে টপ-অর্ডারে কোহলি থাকলে তা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপকে আরও মজবুত করবে।

অন্যদিকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ের জন্য রিশাভ পান্তকে বেছে নেন মার্শ। তবে উইকেটের পেছনে সতীর্থ অ্যালেক্স ক্যারিকেই পছন্দ এই অলরাউন্ডারের। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ওপেনিংয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নেন হেড। আর বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাহকে নিজ দলে দেখতে চাওয়ার কথা বলেন অজি পেসার স্কট বোল্যান্ড।

নিয়মিত অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে বুমরাহর নেতৃত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ তিন টেস্ট সিরিজের দুটিতেই জিতেছে তারা।

মন্তব্য করুন: