ভারতকে হারিয়ে শেষ লক্ষ্য পূরণ করতে চান কামিন্স

২১ নভেম্বর ২০২৪

ভারতকে হারিয়ে শেষ লক্ষ্য পূরণ করতে চান কামিন্স

গত কয়েক বছরে ক্রিকেট বিশ্বের দারুণ সব সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। টি-টুয়েন্টি বিশ্বকাপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ জিতেছে ওয়ানডে বিশ্বকাপও। তবে একটি জায়গায় এখনও পিছিয়ে আছে তারা। গত ১০ বছরে ভারতকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারেনি তারা। এবার সেই শূন্যতা পূরণ করার লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

কামিন্সের অধীনে গত বছর থেকে দুর্দান্ত সময় পার করছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে তারা। এরপর ইংল্যান্ডের মাটিতে ধরে রাখে অ্যাশেজ। আর বছরটা শেষ করে ভারতের মাটিতে রোহিত শর্মার দলকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে।

এর আগে ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপও জেতে অস্ট্রেলিয়া। তবে এত কিছুর মাঝেও সবশেষ চার বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারেনি তারা। এর মধ্যে ঘরের মাঠে সবশেষ দুই টেস্ট সিরিজেই ভারতের কাছে হারে তারা। এই দুই সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।

এবার পাঁচ ম্যাচের সিরিজটি জিতে সেই আক্ষেপ ঘোঁচাতে চান কামিন্স। শুক্রবার পার্থে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে ডানহাতি এই পেসার বলেন, “আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। তাই আমাদের অনেকের জন্য এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে।

গত কয়েক বছরে অন্য প্রায় সব চ্যালেঞ্জেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং ভালো করেছি। আরও একটি বছর, আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সেটি করতে পারলে সবকিছু একটা পূর্ণতা পাবে। এটা দুই-তিন মৌসুমের ব্যাপার শুধু নয়, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা তাই দারুণ রোমাঞ্চিত।

আর ভারতকে হারাতে এবার নিজেদের আইপিএল অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন কামিন্স। পারিবারিক কারণে দেশে থাকায় অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম টেস্টে পাচ্ছে না ভারত। ফলে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্ট অনিশ্চিত শুবমান গিলের। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন অজি অধিনায়ক।

আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি এবং দেখেছি, নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা দলের নিয়মিত দু-একজনকে পাচ্ছে না যাদেরেকে আমরা বেশ ভালোভাবে চিনি। তবে আমরা জানি, তারা যাদেরকে বেছে নেবে, তারা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।

মন্তব্য করুন: