কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণের অপেক্ষায় বুমরাহ

২১ নভেম্বর ২০২৪

কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণের অপেক্ষায় বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার শুবমান গিলকে দলের সঙ্গে পাচ্ছে না তারা। ফলে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহর নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজটি শুরু করতে যাচ্ছে দলটি। এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন এই ডানহাতি পেসার।

সম্প্রতি ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পান বুমরাহ। মূলত আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে ছুটিতে থাকায় এই ম্যাচে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক রোহিত।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বুমরাহ জানান, রোহিত কিংবা বিরাট কোহলির মতো নয়, বরং নিজের মতো করে অধিনায়কত্ব করতে চান তিনি।

আমি দায়িত্ব নিতে ভালোবাসি। ছোটবেলা থেকেই কঠিন কাজ করার ইচ্ছা ছিল। এটাও তেমনই একটি চ্যালেঞ্জ। এটি আমাকে নতুনভাবে পরীক্ষা করার সুযোগ দিচ্ছে। এমনকি রোহিত বা বিরাটের (কোহলি) থাকার সময়ও আমি আরও কিছু দিতে চেয়েছি।  আপনি কারোর নকল করতে পারবেন না। তারা উভয়েই সফল এবং দারুণ ফল এনেছেন।  আমি আমার অভিজ্ঞতা ও প্রবৃত্তি অনুযায়ী ক্রিকেট খেলেছি এবং সেটাই চালিয়ে যাব।"

বর্তমান সময়ের ক্রিকেটে পেসারদের অধিনায়ক হওয়াটা বিরল ঘটনাই বলা চলে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এই দায়িত্বে প্যাট কামিন্স নিজেকে বেশ সফলভাবে প্রমাণ করেছে বলে জানান বুমরাহ।

প্যাট অসাধারণ কাজ করেছে। সে অনেক সাফল্য পেয়েছে। তাই অনুপ্রেরণা নেওয়ার জন্য অনেক মডেল রয়েছে। আপনি অতীত থেকেও প্রেরণা নিতে পারেন। কপিল দেবসহ অনেক খেলোয়াড় ভারতের জন্য দারুণ কাজ করেছেন। আশা করি এটি একটি নতুন ধারা শুরু করবে এবং ভবিষ্যতে আরও খেলোয়াড় এই পথ অনুসরণ করবেন।"

এর আগে ভারতকে কেবল একবারই নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। সেটিও রোহিতের অসুস্থতাজনিত কারণে, ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে। ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল ভারত।

অন্যদিকে আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত। এই ম্যাচ দিয়ে দলে ফেরার কথা আছে চোটের কারণে প্রথম টেস্ট অনিশ্চিত হয়ে যাওয়া গিলেরও।

মন্তব্য করুন: