ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিন
২১ নভেম্বর ২০২৪
দুই বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ডেভিড হেম্প। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাননি এই কোচ। ফলে এই সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় থাকছেন সম্প্রতি সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ১৪ বছর পর আবারও জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন সালাউদ্দিন। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে গত ৫ নভেম্বর তাকে নিয়োগ দেয় বিসিবি।
হেম্পের দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যোগ না দেওয়ার প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বুধবার ক্রিকবাজকে বলেন, “হেম্প দলের সঙ্গে নেই কারণ আমরা সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছি। তিনি আমাদের ব্যাটিংটা দেখবেন।”
গত বছর মে মাসে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হেড কোচ হিসেবে হেম্পকে এনেছিল বিসিবি। এরপর গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িকভাবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। পরে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছরের জন্য স্থায়ী দায়িত্ব পান বারমুডার সাবেক এই ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, আবারও এইচপির দায়িত্বে ফেরত যাবেন হেম্প।
তার অধীনে খেলা টেস্টে খেলা ১৪টি পূর্ণাঙ্গ ইনিংসের ৮টিতেই দুইশর আগে অলআউট হয়েছে বাংলাদেশ। মাত্র একবার সাড়ে তিনশ রানের বেশি করতে পেরেছে দল। এই সময় দলের গড় সংগ্রহ মাত্র ২২৬ রান।
হেম্প ছাড়াও ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে নেই পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। গত মে মাসে তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। এই সফরে ভারতের অক্ষয় হিরেমাথকে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নাফিস।
মন্তব্য করুন: