জাফর বললেন অস্ট্রেলিয়া চাপে, ভনের কাছে ভারত

২১ নভেম্বর ২০২৪

জাফর বললেন অস্ট্রেলিয়া চাপে, ভনের কাছে ভারত

ভারত-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই শুরুর আগেই জমে উঠেছে কথার লড়াই। তবে এই লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কেউ নয়, বরং ইংল্যান্ডের মাইকেল ভন। আর বরাবরের মতো তার প্রতিদ্বন্দ্বী ওয়াসিম জাফর। ভারতের সাবেক এই ওপেনারের মতে, এবারের সিরিজে বেশি চাপে থাকবে অজিরা। কিন্তু তার সঙ্গে দ্বিমত পোষন করেছেন ভন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সুযোগ পেলেই একে-অপরকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেন না সাবেক এই দুই ক্রিকেটার।

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে সিরিজ নিয়ে বৃহস্পতিবার এক্সে নিজের অভিমত জানিয়ে জাফর লেখেন, “আমার মনে হয়, ভারতের চেয়ে অস্ট্রেলিয়া বেশি চাপে থাকবে। ভারতকে গত ১০ বছরে হারাতে (টেস্ট সিরিজে) পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পরপর দুবার হেরেছে। তারা যদি আরেকটি হারে তাহলে অনেকের চাকরি চলে যেতে পারে। তাদের কয়েকজন তারকার বয়স হচ্ছে, যারা (এবার) হারলে ভারতকে হারানোর আর সুযোগ পাবে না। ভারতের হারানোর কিছু নেই।

জাফরের টুইটের রিপ্লাইতে ভন মনে করিয়ে দেন সম্প্রতি ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে ভারতের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হওয়ার ঘটনাটি।

অবশ্যই ভারতের হারানোর কিছু আছে ওয়াসিম। তারা কয়েকদিন আগেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। আরেকটি বড় হার তারা সহ্য করতে পারবে না।

কিউইদের কাছে বাজেভাবে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বেশ কঠিন সমীকরণ পারি দিতে হবে গত দুই আসরের ফাইনালিস্টদের। সরাসরি লর্ডসের টিকিট পেতে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি জিতলেই হবে না, জিততে হবে ৪টি ম্যাচ। অন্যদিকে শিরোপা ধরে রাখার মঞ্চে উঠতে তেমন কোনো কঠিন সমীকরণ নেই অস্ট্রেলিয়ার জন্য।

মন্তব্য করুন: