টেস্ট অধিনায়কের অভিষেকে টস জিতে বোলিং নিলেন মিরাজ

২২ নভেম্বর ২০২৪

টেস্ট অধিনায়কের অভিষেকে টস জিতে বোলিং নিলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলক স্পর্শের দিনই সাদা পোশাকে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এই অলরাউন্ডারের। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায় শুক্রবার অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরাজের নেতৃত্বে খেলবে টাইগাররা। চোটের কারণে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ব্যাটিং-অর্ডারের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বদলে একাদশে জায়গা পেয়েছেন শাহাদাত হোসেন দিপু জাকের আলী অনিক। ফিরেছেন লিটন দাসও। এই ম্যাচে ওপেনিংয়ের দায়িত্বটা সামলাবেন জাকির হাসান মাহমুদুল হাসান জয়।

মিরাজ ছাড়াও এই ম্যাচ দিয়ে ৫০তম টেস্ট খেলতে নামছেন তাইজুল ইসলাম। স্পিনের দায়িত্বটাও সামলাবেন তারাই। অন্যদিকে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পেস সহায়ক উইকেটে বাংলাদেশের পেস আক্রমণের দায়িত্বে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ শরিফুল ইসলাম।

অন্যদিকে আগেরদিনই পাঁচ পেসার নিয়ে ম্যাচের একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং-অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একাদশ:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস।

মন্তব্য করুন: