প্রথম সেশনে তাসকিনের জোড়া উইকেট
২২ নভেম্বর ২০২৪
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টায় বাংলাদেশ পেসারদের বেশ দেখেশুনেই খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। তবে তাদের সেই প্রতিরোধ ভাঙতে খুব বেশি সময় নেননি তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন দুই ব্যাটারকে। ২ উইকেটে ৫০ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা।
বুধবার অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ৫০তম টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় মিরাজের। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ককে খুব একটা হতাশ করেননি পেসাররা। নিয়ন্ত্রিত লাইন-লেন্থে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম জুটির বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি ক্রেইগ ব্র্যাথওয়েইট ও মিকাইল লুইস।
তবে প্রথম ঘণ্টাটা কোনো বিপদ ছাড়াই পার করেন এই দুই ওপেনার। ১২ ওভারে দলের খাতায় যোগ করেন ২৩ রান। পানি পানের বিরতির পর দ্বিতীয় ওভারে তাদের প্রতিরোধ ভাঙেন তাসকিন। ব্র্যাথওয়েইটকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ভাঙেন ২৫ রানের জুটি। ৩৮ বলে ৪ রান করে ফেরেন ক্যারিবিয়ান অধিনায়ক।
নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকারে পরিণত হন কেসি কার্টি। মিড অনে থাকা তাইজুল ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়ে তিনি ফেরেন কোনো রান না করেই।
বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই পার করেন ৩৬ রান করা লুইস ও ১০ রান করা কাভিম হজ।
মন্তব্য করুন: