আগামী ৩ আইপিএলের জন্য ১৩ ক্রিকেটারের নাম দিয়েছে বিসিবি
২২ নভেম্বর ২০২৪
২০২৫ শুরুর আগেই আগামী তিন আইপিএলের সূচি নির্ধারণ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই আসরগুলোতে অংশ নিতে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিতের জন্য আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর কাছে তালিকা চেয়েছিল তারা। সেখানে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নাম দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের তালিকাসহ আগামী তিন আসরের সূচি ইমেইল করে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে সেটিই হবে চূড়ান্ত।
শুক্রবার সেই ইমেইলের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ২০২৫ আইপিএল শুরু হবে আগামী ১৪ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। গত তিন আসরের মতো এবারও হবে ৭৪টি ম্যাচ।
অন্যদিকে ২০২৬ সালের ১৫ মার্চ শুরু হবে সে বছরের আইপিএল। ফাইনাল হবে ৩১ মে। সেবার মোট ৮৪টি ম্যাচ হতে পারে। ২০২৭ আসরে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯৪টিতে। ১৪ মার্চ শুরু হওয়া সেই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে করা ইমেইলে থাকা খেলোয়াড়দের তালিকায় বাংলাদেশ থেকে নিয়মিত আইপিএল খেলা সাকিব-মুস্তাফিজ ছাড়া আছেন তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলাম। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২০২১ সালে কেবল একটি টি-টুয়েন্টি খেলেছেন পেসার শহিদুল।
এই ১৩ ক্রিকেটারের কেউ আগামী তিন আইপিএলে দল পেলে পুরো আসরজুড়ে খেলতে পারবে কিনা তা নির্ভর করবে সে সময় থাকা বাংলাদেশের সিরিজের ওপর।
মন্তব্য করুন: