বুমরাহর পেস তোপে ১০৪ রানেই শেষ অস্ট্রেলিয়া
২৩ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার পেসারদের তোপে প্রথম ইনিংসে দেড়শ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। তবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে স্বাগতিক পেসারদের চেয়ে যেন আরও ভয়ঙ্কর রূপে ছিল সফরকারী পেসাররা। বিশেষ করে যশপ্রীত বুমরাহর সামনে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। ডানহাতি এই পেসারের আগুন ঝরানো বোলিংয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ১০৪ রানে গুটিয়ে গেছে প্যাট কামিন্সের দল।
শনিবার পার্থে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। শেষ উইকেটে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের প্রতিরোধে ২৪ ওভার ২ বল স্থায়ী হয় স্বাগতিকদের ইনিংস। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে ভারত।
প্রথম দিন মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া আশায় ছিল অ্যালেক্স ক্যারির ব্যাটে হয়তো তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু ১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা এই ব্যাটার ক্রিজে ছিলেন মাত্র ৭ বল পর্যন্ত। ২১ রান করা অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটারকে তুলে নিয়ে ক্যারিয়ারে ১১তম বারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন বুমরাহ।
ন্যাথান লায়নও ফেরেন দ্রুতই। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে দলের সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি ১১০ বলও খেলেছে এই জুটি। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে এই প্রতিরোধ ভাঙেন হার্শিত রানা। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করা স্টার্ককে ফিরিয়ে অস্ট্রেলিয়া ইনিংসের ইতি টানেন এই অভিষিক্ত পেসার।
এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনই পতন হয়েছে ১৭ উইকেটের। সবকটিই নিয়েছেন পেসাররা। টস জিতে ব্যাটিংয়ে ভারতকে ১৫০ রানে গুটিয়ে দেয় অজি পেসাররা। হ্যাজেলউডের শিকার ৪ উইকেট। ২টি করে উইকেট নেন স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
জবাবে বুমরাহর বোলিং তোপে ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাক মেরে ফেরেন স্টিভ স্মিথ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন মারনাস লাবুশেন। তবে ৫২ বলের ইনিংসে ডানহাতি এই ব্যাটার করেন মাত্র ২ রান। তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। এরপর শেষ দিকে স্টার্ক ছাড়া আর কোনো ব্যাটার ৫০টির বেশি বল খেলতে পারেননি।
বুমরাহর ৫ উইকেটের পাশাপাশি ৩টি উইকেট নেন হার্শিত। সিরাজের শিকার ২ উইকেট।
মন্তব্য করুন: