টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে তিলক ভার্মার বিশ্বরেকর্ড
২৩ নভেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। এবার বাঁহাতি এই ব্যাটার ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে বিস্ফোরক সেঞ্চুরিতে গড়েছেন বিশ্বরেকর্ড।
শনিবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেন ভার্মা। আর এতেই প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে টানা তিনটি শতক হাঁকানোর কীর্তি গড়েন ভারতের এই উদীয়মান ব্যাটার।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ভার্মা। এরপর জোহানেসবার্গে সিরিজের শেষ ম্যাচে ৪৭ বলে অপরাজিত ছিলেন ১২০ রানে। এবার রাজকোটে মেঘালয়ের বোলারদের গুঁড়িয়ে গড়লেন বিশ্বরেকর্ড। এই ইনিংসটি সাজান ১৪ চার ও ১০ ছক্কায়।
শুধু তাই নয়, টি-টুয়েন্টি ক্রিকেটে দেড়শ রানের বেশি ইনিংস খেলা ভারতের প্রথম পুরুষ ক্রিকেটারও হলেন ২২ বছর বয়সী এই ব্যাটার। এতদিন সর্বোচ্চ ইনিংসটি ছিল শ্রেয়াস আইয়ারের। ২০১৯ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে ডানহাতি এই ব্যাটার করেন ১৪৭ রান।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ টি-টুয়েন্টি ইনিংসটি হলো একজন মেয়ের। ২০২২ সালে সিনিয়র উইমেনস টি-টুয়েন্টি ট্রফিতে নাগাল্যান্ডের হয়ে ১৬২ করেছিলেন কিরান নাভগিরে।
২০২৫ আইপিএলের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের ধরে রাখা পাঁচ ক্রিকেটারের একজন ভার্মা। ৮ কোটি রুপিতে তাকে ধরে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: