জয়সোয়াল-রাহুলের ব্যাটে পার্থ টেস্টের নিয়ন্ত্রণে ভারত
২৩ নভেম্বর ২০২৪
প্রথম দিন পতন হয়েছিল ১৭ উইকেটের। আর দ্বিতীয় দিন হয়েছে মাত্র ৩টি। পার্থ টেস্টে ব্যাটারদের এমন ঘুরে দাঁড়ানোর দিনের পুরো কৃতিত্ব যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের। এই দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করেছে ভারত। কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
শনিবার পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ২১৮ রানে এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে ৪৯ ওভার ৪ বলে ১৫০ রানে গুটিয়ে যাওয়া দল এখন পর্যন্ত খেলেছে ৫৭ ওভার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পথে থাকা জয়সোয়াল ৯০ ও রাহুল ৬২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে দিনের প্রথম সেশনে শেষ ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১০৪ রানে। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক পেসারদের স্বাচ্ছন্দে মোকাবেলা করতে থাকেন জয়সোয়াল ও রাহুল। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের কোনো সুযোগ না দিয়ে রান তুলতে থাকেন সহজেই। ২০০৪ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে শতরানের উদ্বোধনী জুটি গড়েন এই তারা। সেবার সিডনি টেস্ট ১২৩ রানের জুটি গড়েছিলেন বীরেন্দ্র শেবাগ ও আকাশ চোপড়া।
এর আগেই ১২৩ বলে ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটি তুলে নেন জয়সোয়াল। সঙ্গীর পথ দেখে ১২৪ বলে ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নেন রাহুল। তৃতীয় দিন এই জুটির সামনে সুযোগ আছে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়ারও। ১৯৮৬ সালে সিডনিতে ১৯১ রানের জুটি গড়েছিলেন সুনিল গাভাস্কার ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
মন্তব্য করুন: