টেস্টে ছক্কার রেকর্ড জয়সোয়ালের

২৩ নভেম্বর ২০২৪

টেস্টে ছক্কার রেকর্ড জয়সোয়ালের

টেস্ট ক্রিকেট অভিষেক হয়েছিল গত বছর জুলাইয়ে। এর মধ্যেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওপেনিংয়ে ভারতের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন যশস্বী জয়সোয়াল। এবার গড়েছেন দারুণ এক রেকর্ডও। সাদা পোশাকের ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার এখন এই তরুণ ব্যাটার।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিন ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে এক বছরে সবচেয়ে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন জয়সোয়াল। ন্যাথান লায়নের করা ৫২তম ওভারের চতুর্থ বলে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড নিজের করে নেন তিনি।

২০১৪ সালে ১৬ ইনিংসে ৩৩টি ছক্কা মেরেছিলেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। আর চলতি বছর এখন পর্যন্ত ২৩ ইনিংসে ৩৪টি ছক্কা মেরেছেন জয়সোয়াল।

ম্যাককালামের পেছনে থেকে পার্থ টেস্ট শুরু করেছিলেন ২২ বছর বয়সী এই ব্যাটার। প্রথম ইনিংসে ৮ বলে খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসের ৪৭তম ওভারের প্রথম বলে স্পর্শ করেন কিউই কিংবদন্তির রেকর্ড।

রেকর্ড গড়ার দিন ১২৩ বলে নিজের ক্যারিয়ারের মন্থরতম ফিফটি হাঁকান জয়সোয়াল। আগের রেকর্ডটি ছিল তার অভিষেক ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ বলে পঞ্চাশের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। সেই ম্যাচে ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকার তিনে আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২২ সালে ২৬ ইনিংসে ২৬টি ছক্কা হাঁকান তিনি। এর পরের অবস্থানে আছেন ২০০৫ সালে ২২ ইনিংসে ২২টি ছক্কা মারা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তালিকার শীর্ষ পাঁচে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগও। ২০০৮ সালে ২৮ ইনিংসে তিনি গিলক্রিস্টের সমান ২২টি ছক্কা হাঁকান।

মন্তব্য করুন: