চূড়ান্ত হলো টি-টুয়েন্টি ফরম্যাটের এনসিএলের সূচি
২৩ নভেম্বর ২০২৪
এতদিন দেশের ঘরোয়া ক্রিকেটে টি-টুয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট বলতে ছিল কেবল বিপিএল। সম্প্রতি সেই তালিকায় দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে যুক্ত হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি। এবার নতুন আসরকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে এর দিনক্ষণ।
শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় এনসিএল টি-টুয়েন্টির লোগো। এখন থেকে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে বিসিবির বিবৃতিতে জানানো হয়।
শুধু দেশি ক্রিকেটারদেরকে নিয়ে আয়োজিত ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর। দলগুলো হলো – ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
৮ দলের লিগ পর্বের ম্যাচগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার মাঠে। এখান থেকে শীর্ষ ৪ দল উঠবে প্লে-অফে। শিরোপা লড়াইসহ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এনসিএল টি-টুয়েন্টি নিয়ে বিসিবির দেওয়া বিবৃতিতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, “বিপিএল-এর আগে এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। আমি আশা করছি, ক্রিকেটাররা সে সুযোগ নেবে এবং নিজেদের মেলে ধরবে। যা কিনা দেশের ক্রিকেটকে সাহায্য করবে। টি-টুয়েন্টিতে বাংলাদেশকে এগিয়ে নেবে।”
টুর্নামেন্টের ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়াও ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও। ভারতের দর্শকরা এই ম্যাচগুলো দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে। আর বিশ্বের বাকি দেশগুলোর দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন: