বছরে উইকেট শিকারে বাংলাদেশের পেসারদের শীর্ষে হাসান
২৩ নভেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেটে অভিষেকটা হয়েছে চলতি বছরেই। এরই মধ্যে হয়ে গেছেন দলের পেস আক্রমণের অন্যতম সদস্য। আর জাতীয় দলের হয়ে প্রথম বছরেই উইকেট শিকারের দিক দিয়ে বাংলাদেশের বাকি সব পেসারদের ছাড়িয়ে গেছেন হাসান মাহমুদ। এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকার করা বাংলাদেশি পেসার এখন এই তরুণ।
শনিবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ম্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন হাসান। জশুয়া দা সিলভাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে পেছনে ফেলেন শাহাদাত হোসেনকে।
২০০৮ সালে ৯ টেস্টে ১৪ ইনিংসে ২৩ উইকেট শিকার করে এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন শাহাদাত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টেই নেন ৯ উইকেট। ক্যারিয়ার সেরা ২৭ রানে ৬ উইকেটও পান সেই ম্যাচে। তবে বছরের শেষ পাঁচ ইনিংসে কোনো উইকেট শিকার করতে পারেননি ডানহাতি এই পেসার।
অন্যদিকে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয় হাসানের। ক্যারিবিয়ানদের বিপক্ষে চলতি ম্যাচের আগে খেলেছেন ৭ টেস্ট। এর মধ্যে ২৫ বছর বয়সী এই পেসার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন দুইবার, পাকিস্তান ও ভারতের বিপক্ষে।
মন্তব্য করুন: