আইপিএলের নিলামে যত অর্থ খরচ কতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো
২৩ নভেম্বর ২০২৪
২০২৫ আইপিএলকে সামনে রেখে মেগা নিলামে খেলোয়াড় কেনাবেচায় নামবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপি এই নিলামে অংশ নিচ্ছে ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৫৫৭ জন ক্রিকেটার। এই খেলোয়াড়দের কেনার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য আছে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ। আর এই তালিকায় সবার ওপরে আছে পাঞ্জাব কিংস।
আইপিএলের মেগা নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। এর মধ্যে খেলোয়াড় ধরে রাখাতে বেশ বড় পরিমাণের অর্থ খরচ করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে বেঁচে যাওয়া অর্থ নিয়েই কাঙ্ক্ষিত ক্রিকেটার কিনতে নিলাম টেবিলে বসবে ১০টি ফ্র্যাঞ্চাইজি।
রোববার ও সোমবারের নিলামে সর্বোচ্চ ১১০ কোটি ৫০ লাখ রুপি নিয়ে বসবে প্রীতি জিনতার পাঞ্জাব। ২ জন খেলোয়াড় ধরে রাখতে তারা খরচ করেছিল সাড়ে ৯ কোটি রুপি। ফলে পকেটে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
অন্যদিকে ৬ জন খেলোয়াড় ধরে রাখতে গিয়ে সবচেয়ে বেশি ৭৯ কোটি রুপি আগেই খরচ করে ফেলেছে রাজস্থান রয়্যালস। ফলে সর্বনিম্ন ৪১ কোটি রুপি নিয়ে নিলামের টেবিলে বসবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিসহ তিন ক্রিকেটারকে ধরে রাখতে ৩৭ কোটি রুপি খরচ করে তারা।
৭৩ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করবে দিল্লি ক্যাপিটালস। দলের সবচেয়ে বড় তারকা রিশাভ পান্তকে ছেড়ে দেওয়া এই ফ্র্যাঞ্চাইজিটি ৪ জন খেলোয়াড় ধরে রাখতে খরচ করেছে ৪৭ কোটি রুপি।
নিজেদের চতুর্থ আসরে খেলতে নামা দুই দল গুজরাট টাইটান্স ৬৯ কোটি ৫০ লাখ রুপি নিয়ে এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টস ৬৯ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করবে।
মহেন্দ্র সিং ধোনিসহ ৫ ক্রিকেটার ধরে রাখতে আগেই ৬৫ কোটি রুপি খরচ করা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারের নিলামের টেবিলে বসবে ৫৫ কোটি রুপি নিয়ে।
দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের পকেটে আছে ৫১ কোটি রুপি। সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলসহ ৬ ক্রিকেটারকে ধরে রাখতে আগেই তারা খরচ করেছে ৬৯ কোটি রুপি।
৪৫ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ৫ জন করে খেলোয়াড় ধরে রাখতে দুটি ফ্র্যাঞ্চাইজিই খরচ করেছে ৭৫ কোটি রুপি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হাইনরিখ ক্লাসেনকে ধরে রাখতে রেকর্ড ২৩ কোটি রুপি খরচ করেছে হায়দরাবাদ।
বাংলাদেশের ১২ জনসহ ৫৭৭ ক্রিকেটারের মধ্যে থেকে সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড় কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশিদের জন্য জায়গা ফাঁকা আছে ৭০টি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এবারের মেগা নিলাম।
মন্তব্য করুন: