শুরুতে ২ উইকেট নিয়েও চাপ ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ
২৩ নভেম্বর ২০২৪
দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অন্য বোলাররা। জাস্টিন গ্রেভস ও কেমার রোচের প্রতিরোধের পর বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ক্যারিবিয়ানরা। ৭ উইকেটে ৩৩৬ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা।
শনিবার অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই জশুয়া দা সিলভাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান। আর এতেই এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকার করা বাংলাদেশি পেসার হয়ে যান এই তরুণ। পেছনে ফেলেন ২০০৮ সালে ২৩ উইকেট নেওয়া শাহাাদত হোসেনকে।
নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন হাসান। গালিতে জাকির হাসানের উড়ন্ত ক্যাচে সাজঘরে ফেরেন আলজারি জোসেফ। এরপর কিছুটা সময় ক্যারিবিয়ানদের চাপের মধ্যে রাখলেও পরে তা আর ধরে রাখতে পারেনি কোনো বোলার।
প্রথম ঘণ্টার পর বেশ স্বাচ্ছন্দেই রান তুলতে থাকেন গ্রেভস ও রোচ। বাংলাদেশ বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৮৮ বলে গ্রেভস তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। অষ্টম উইকেটে রোচকে নিয়ে গড়েছেন ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। বিরতির পর ডানহাতি এই ব্যাটার ৬৩ ও রোচ ১৯ রান নিয়ে খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: