জয়সোয়াল-কোহলির সেঞ্চুরির পর পার্থ টেস্টে জয়ের সামনে ভারত

২৪ নভেম্বর ২০২৪

জয়সোয়াল-কোহলির সেঞ্চুরির পর পার্থ টেস্টে জয়ের সামনে ভারত

যশস্বী জয়সোয়াল বিরাট কোহলির জোড়া শতকে দ্বিতীয় ইনিংসে পাহাড়সম লিড পেয়েছিল ভারত। লক্ষ্য তাড়ায় দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে যশপ্রীত বুমরাহর পেস তোপে দিশেহারা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ১২ রানে উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে করেছে তারা। জয়ের জন্য স্বাগতিকদের এখনও প্রয়োজন ৫২২ রান।

রোববার পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন জয়সোয়ালের ১৬১ কোহলির অপরাজিত ১০০ রানের পর উইকেটে ৪৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাবে ওভার বলেই উইকেট হারায় তারা।

লক্ষ্য তাড়ায় বুমরাহর করা প্রথম ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন কোনো রান না করা ন্যাথান ম্যাকসুয়েনি। চতুর্থ ওভারে নাইটওয়াচম্যান হিসেবে নামা অজি অধিনায়ক প্যাট কামিন্সকে () তুলে নেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারে মারনাস লাবুশেন () বুমরাহর দ্বিতীয় শিকার হয়ে ফিরলে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন উসমান খাজা।

দিনের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ ২০১ রানের উদ্বোধনী জুটি গড়েন জয়সোয়াল লোকেশ রাহুল। অবশ্য এর আগেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন জয়সোয়াল। ৭৭ রান করা রাহুলকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন মিচেল স্টার্ক।

এরপর দেবদূত পাডিক্কালকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন জয়সোয়াল। পাডিক্কালকে (২৫) ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি ভাঙেন জশ হ্যাজেলউড।

দ্বিশতকের দিকে এগুতে থাকা জয়সোয়ালকে ফেরান মিচেল মার্শ। এরপর দ্রুতই রিশাভ পান্ত ধ্রুব জুরেলকে তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় অস্ট্রেলিয়া। তবে কোহলি ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সেই চাপ সামাল দেয় ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে সুন্দরকে নিয়ে ৮৯ রানের এবং সপ্তম উইকেটে নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন কোহলি। লাবুশেনকে বাউন্ডারি হাঁকিয়ে ডানহাতি এই ব্যাটার ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিলে ইনিংস ঘোষণা করে ভারত।

মন্তব্য করুন: