আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় পান্ত

২৪ নভেম্বর ২০২৪

আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় পান্ত

আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন রিশাভ পান্ত। ভারতের এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নিতে ২৭ কোটি রুপি খরচ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

ভেঙে গেছে একই দিন ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পাওয়া শ্রেয়াস আইয়ারের রেকর্ড।

রোববার সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামে প্রথম সেটে ছিলেন পান্ত। এই সেটের ছয় ক্রিকেটারের মধ্যে সবার শেষে নিলামে ওঠে বাঁহাতি এই ব্যাটারের নাম।

এর আগে নিলামে রেকর্ড গড়ে আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। পান্ত নিলামে ওঠার আগে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো এই অধিনায়ক। সেই আসরের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। এবারের নিলামের আগে এটাই ছিল সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড।

গত আসরের সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে কিনতে তারা খরচ করেছে ১১ কোটি ৭৫ লাখ রুপি। অন্যদিকে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।

অন্যদিকে ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে দলে ভিড়িয়েছে দিল্লি। প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকা মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ। ১৮ কোটি রুপিতে যুজবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। 

মন্তব্য করুন: