পয়েন্ট খুইয়ে দলের বাজে পারফরম্যান্সকে দুষছেন বার্সা কোচ
২৪ নভেম্বর ২০২৪
লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে সবশেষ দুই ম্যাচে জয়হীন তারা। এবার সেল্তা ভিগোর সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়ে খেলোয়াড়দের দায়ী করছেন হানসি ফ্লিক। কোচের মতে, এক পয়েন্ট নিয়ে ফিরতে পারায় তারা ভাগ্যবান।
শনিবার সেল্তার মাঠে রাফিনিয়া ও রবের্ট লেভানডোফস্কির গোলে জয়ের পথেই ছিল বার্সেলোনা। তবে ৮২তম মিনিটে মিডফিল্ডার মার্ক কাসাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদে পড়ে তারা। ৮৪তম ও ৮৬তম মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
খেলা শেষে পুরো ম্যাচেই দল বাজে খেলেছে জানিয়ে ফ্লিক বলেন, “যদি আপনি ১০০% খেলতে না পারেন, তাহলে জিততে পারবেন না। এটাই সত্যি। আমাদের সৎ থাকতে হবে।”
"এমন ঘটনা ঘটে। এটা একটা খারাপ খেলা ছিল। খেলোয়াড়রাও খুশি নয়। আমাদের প্রত্যেকেই এর চেয়ে ভালো খেলতে পারে। মনোযোগ ধরে রাখা প্রয়োজন। আমাদের কাজ সহজ মনে হলেও তা কিন্তু নয়।"
কাসাদোর লাল কার্ড বা ডিফেন্ডার জুল কুন্দের ভুলে সেল্তার প্রথম গোল হলেও এর জন্য কাউকে দোষারোপ করেননি ফ্লিক। বরং পুরো দলের পারফরম্যান্সেরই সমালোচনা করেন বার্সেলোনা কোচ।
“লাল কার্ড এবং কুন্দের ভুল আসলে দলের বাজে পারফরম্যান্সেরই ফল। আমরা অনেক ভুল করেছি এবং পুরো ম্যাচে বল দখলে আত্মবিশ্বাসের অভাব ছিল। আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলতে পারিনি। তবে কিছু ক্ষেত্রে ভাগ্য আমাদের সঙ্গে ছিল। শেষ পর্যন্ত আমরা এক পয়েন্ট পেয়েছি। তবে এই ধরনের পারফরম্যান্স আর হতে পারে না।”
আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিল বার্সেলোনা।
১৪ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ফ্লিকের দল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: