হার দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু পাকিস্তানের
২৪ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাস নিয়েই জিম্বাবুয়ে সফরে এসেছিল পাকিস্তান। তবে সফরের শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮০ রানে হেরে গেছে মোহাম্মাদ রিজওয়ানের দল।
রোববার বুলাওয়েয়োতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় পঞ্চাশ রানের আগে ৫ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে পাকিস্তান। ২১ ওভার শেষে ৬ উইকেটে ৬০ রানে থাকা অবস্থায় নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ম্যাচ হারে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা দল থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে ছাড়াই জিম্বাবুয়ে সফরে আসে পাকিস্তান। তবে এই তিন তারকাকে ছাড়া শুরুটা ভালো করেছিল তারা। ওপেনিং ও অষ্টম উইকেটের জুটি ছাড়া জিম্বাবুয়ের আর কোনো জুটিকেই ক্রিজে থিঁতু হতে দেননি বোলাররা।
সিকান্দার রাজার ৩৯ ও রিচার্ড নাগারাভার ৪৮ রানের ওপর ভর করে দুইশ রান পার করে স্বাগতিকরা। তাদের ইনিংস শেষ হয় ৪০ ওভার ২ বলে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্লেসিং মুজারাবানির পেস তোপে দিশেহারা হয়ে যায় পাকিস্তানি ওপেনাররা। অস্ট্রেলিয়া সফরে দারুণ ছন্দে থাকা সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিককে ১৭ রানের মধ্যেই সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার।
তৃতীয় উইকেটে কামরান গুলাম ও রিজওয়ান সেই চাপ কিছুটা সামাল দেন। কিন্তু স্পিনাররা বোলিংয়ে আসতেই ভেঙে পড়ে সেই প্রতিরোধ। শন উইলিয়ামসের বলে গুলাম ফিরলে ভাঙে ২৩ রানের জুটিটি। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখতে থাকেন রিজওয়ান।
মুজারাবানি, উইলিয়ামস ও অধিনায়ক রাজার শিকার দুটি করে উইকেট। ম্যাচসেরাও হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দু’দল।
মন্তব্য করুন: