মুমিনুল-লিটনে বাংলাদেশের প্রতিরোধ

২৪ নভেম্বর ২০২৪

মুমিনুল-লিটনে বাংলাদেশের প্রতিরোধ

আগের দিন দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে সেই চাপ সামাল দিয়েছিলেন মুমিনুল হক। তৃতীয় দিন সকালেও সাবধানী শুরু করেছিল তারা। কিন্তু দিপুর বিদায়ে সেই পথে বাধা পড়লেও মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা।

রোববার অ্যান্টিগায় ৩ উইকেটে ১০৫ রান নিয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। ৩৮ রান নিয়ে মুমিনুল ও ২১ রান নিয়ে লিটন বিরতির পর খেলা শুরু করবেন। এখনও পিছিয়ে তারা ৩৪৫ রানে।

প্রথম সেশনে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান যোগ করেছে বাংলাদেশ।

দিনের শুরুতে ক্যারিবিয়ান পেসারদের তোপ সামলে বেশ দেখেশুনেই খেলছিলেন দুই ব্যাটার কোনো বিপদ ছাড়াই পার করেন দিনের প্রথম ঘণ্টা। তবে এরপরই কেমার রোচের শিকার হয়ে ফেরেন ৭১ বলে ১৮ রান করা দিপু। এরই সঙ্গে ভাঙে তৃতীয় উইকেটে ১২৯ বলে ৪৫ রানের জুটি। 

এরপর লিটনকে নিয়ে কোনো বিপদ ছাড়াই বাকিটা সময় পার করেন মুমিনুল। চতুর্থ উইকেটে তারা গড়েছেন ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

এর আগে দ্বিতীয় দিন জাস্টিন গ্রেভসের সেঞ্চুরির পর ৯ উইকেটে ৪৫০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্য করুন: