অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ শুরু ভারতের

২৫ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ শুরু ভারতের

যশপ্রীত বুমরাহর পেস তোপে আগের দিনই ম্যাচের ফল অনেকটাই নিজেদের দিকে এনেছিল ভারত। চতুর্থ দিন ট্র্যাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার অন্য ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেনি। ব্যাটারদের নৈপুণ্যের পর বোলারদের দাপটে ২৯৫ রানে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করেছে ভারত।

৫৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সোমবার পার্থে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ২৩৮ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেওয়া বুমরাহ দ্বিতীয় ইনিংসে শিকার করেন উইকেট। ম্যাচসেরাও হয়েছেন এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া এই পেসার।

দেশের বাইরে রানের ব্যবধানে জয়ের হিসেবে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ এবং শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়েছিল তারা।

ওভার বলে ১২ রানে উইকেট হারানো অস্ট্রেলিয়ার এদিনের শুরুটাও বাজে হয়। দিনের সপ্তম বলে উসমান খাজাকে সাজঘরে ফিরিয়ে চাপ আরও বাড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। তবে পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথ হেডের জুটি সেই বিপর্যয় সামাল দিয়ে উঠছিল অজিরা। কিন্তু আবারও বাধ সাধলেন সিরাজ। এবার স্মিথকে (১৭) তুলে নিয়ে ভাঙেন ৬২ রানের জুটি।

মিচেল মার্শকে নিয়ে ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণে দ্রুত রান তুলতে থাকেন হেড। ৬৩ বলে ফিফটি তুলে নেওয়ার পর বাঁহাতি এই ব্যাটার ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু ৮৯ রানে তাকে থামান বুমরাহ। ৮২ রানের এই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার আশা। এরপর মার্শও ফেরেন ৪৭ রান করে।

শেষ দিকে টেইলএন্ডার নিয়ে ভারতের জয় কেবল বিলম্বিত করেন অ্যালেক্স ক্যারি। ৩৬ রান করা এই ব্যাটারকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন হার্শিত রানা।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস তোপে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। এরপর বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন সফরকারী পেসাররা। বুমরাহ-সিরাজদের পেস তোপে ১০৪ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪৬ রানে এগিয়ে থাকার পর যশস্বী জয়সোয়াল বিরাট কোহলির জোড়া শতকে স্বাগতিকদের বড় লক্ষ্য দেয় সফরকারীরা।

আগামী ডিসেম্বর অ্যাডিলেইডে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। দিবা-রাত্রির এই ম্যাচে ভারত দলে ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

মন্তব্য করুন: