৭ রানে অলআউটের বিশ্বরেকর্ড
২৫ নভেম্বর ২০২৪
আগে ব্যাট করে প্রতিপক্ষ করেছিল ৪ উইকেটে ২৭১ রান। আর লক্ষ্য তাড়ায় মাত্র ৭ রানেই গুটিয়ে গেছে পুরো দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক কোয়ালিফায়ারে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজির গড়েছে কোট দি ভোয়া।
সোমবার ঘরের মাঠ লাগোসে আগে ব্যাট করে বিশাল সংগ্রহ পায় নাইজেরিয়া। জবাবে ৭ ওভার ৩ বলে গুটিয়ে যায় কোট দি ভোয়া। আন্তর্জাতিক টি-টুয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেও এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এতদিন এই স্কোরটি ছিল ১০। গত বছর ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব ম্যান এবং চলতি বছর সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া ১০ রানে অলআউট হয়েছিল।
এবারের উপ-আঞ্চলিক কোয়ালিফায়ার দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে কোট দি ভোয়া। ২০২২ সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয় দেশটি। নিজেদের প্রথম ম্যাচে সিয়েরা লিওনের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ২১ রানে।
নাইজেরিয়ার বিপক্ষে এবারের হারটি ২৬৪ রানের। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে হার আছে দুটি।
গত মাসে গাম্বিয়াকে ২৯০ রানে হারিয়ে রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। আর গত বছর মঙ্গোলিয়াকে এশিয়ান গেমসে ২৭৩ রানে হারিয়েছিল আগের রেকর্ড গড়েছিল নেপাল।
লক্ষ্য তাড়ায় কোট দি ভোয়ার হয়ে একজন করেন ৪ রান। বাকিদের স্কোর হলো: ০, ১, ০, ০, ১, ০, ১, ০, ০* ও ০।
মন্তব্য করুন: